প্রথম সন্তান
তোমার আগমনে এল নতুন আলো,
মাটির ঘ্রাণে মেশে স্বর্গের মালা।
তুমি যেন প্রথম বসন্তের ফুল,
হৃদয়ের আঙিনায় জাগাও উন্মুল।
প্রথম চাহনি, প্রথম কান্নার শব্দ,
জীবনের আয়নায় ফুটল নতুন রঙ।
তোমার ছোট হাতের কোমল ছোঁয়ায়,
লেগে থাকে পরম মমতার গন্ধ।
তুমি আমাদের আকাশের প্রথম তারা,
স্বপ্ন আর আশায় গড়া ছোট্ট ঘরভারা।
তোমার প্রতিটি হাসি আনে প্রশান্তি,
তোমার দিকে তাকিয়ে পাই জীবনের অর্থ।
তুমি প্রথম পত্র প্রার্থনার,
তুমি প্রথম প্রতিশ্রুতি ভালোবাসার।
আমাদের ভালোবাসার পরম প্রতীক,
প্রথম সন্তান, তুমি আমাদের সবটুকুই।