ঈদ
আসলো আবার খুশির বারতা,
ঈদের সাজে রঙিন ধরিতা।
চাঁদের আলোয় ঝলমল রাত,
হৃদয়ে বাজে আনন্দের সুরের স্বরলিপি সাত।
নতুন পোশাকে শিশুরা হাসে,
মিষ্টির ঘ্রাণে ঘর ভরে আসে।
সেই মিলনের, সেই উৎসবের,
ঈদ যে বয়ে আনে শান্তির প্রভাতের।
কেউ নেই বড়, কেউ নেই ছোট,
সবার হৃদয় এক সুরে জোট।
গরিব-দুঃখীর সাথে ভাগ করে নেও,
ঈদের প্রকৃত আনন্দ খুঁজে নাও।
সাজুক পৃথিবী ভালোবাসার রঙে,
ঈদ মোবারক, থাকুক সবাই সুখে!