দোয়েল

নীল আকাশে উড়ে বেড়াও,
গানের সুরে মন ভরাও।
হে দোয়েল, ছোট্ট পাখি,
সবুজ বনে খেলা রাখি।

সকালের রোদে মিষ্টি গানে,
তুমি জাগাও হৃদয়খানে।
তোমার সুরে বনে বাজে,
মধুর সঙ্গীত, রঙিন সাজে।

শীতল ছায়ায় বসে তুমি,
নদীর ধারে, ফুলের ভূমি।
তোমার ডাকে গ্রাম জাগে,
সজীব প্রাণে হাসি লাগে।

ওরে দোয়েল, গানের পাখি,
বাংলার বুকে তোমার আঁকি।
তোমার সুরে স্বপ্ন গাঁথি,
তোমায় ভালোবাসি যে মাটি।