দীন  

আমার কাছে কী আর আছে?  
শুধু কিছু শূন্যতা।  
চোখের পাতায় জমে থাকা  
অপূরণীয় আকুলতা।  

আশার প্রদীপ নিভেছে বহু আগে,  
স্বপ্নরা সব ফিকে রঙ মাখে।  
আমার পথের মাটি বলে,  
"তুমি তো দীন, খাঁটি মনের দলে।"  

আমি কি কাঁদতে জানি?  
নাকি নিঃশব্দে হারাই?  
আমার দীনতা কি কারো বোঝা?  
নাকি মন-কুয়াশার এক অন্ধ নিঃসঙ্গতা?  

তবু আমি চলি, মাথা উঁচু রেখে,  
দীন বলে কি বাঁচা থামে?  
হৃদয়ে আগুন থাকে ছাই মাখা,  
আমিই তো রাজা নিজের যুদ্ধে।