চকলেট ডে

মিষ্টি হাসি, মিষ্টি কথা,
আজকে শুধু মধুর ব্যথা।
চকলেট দিবস, ভালোবাসার দিন,
মিষ্টি স্মৃতিতে থাকুক রঙিন।

হাতের মাঝে চকলেট খানি,
ভালোবাসায় গলে যে প্রাণী।
তোমার ঠোঁটে হাসির রেশ,
মিষ্টি স্বপ্নে কাটুক এই দেশ।

চকোলেটের মতো গলুক অভিমান,
মিষ্টি হোক প্রতিটি সন্ধান।
তোমার সাথে সুখের গল্প,
আজকের দিনে থাকুক অমল।

প্রেমের মিষ্টতা, বন্ধুর ছোঁয়া,
চকলেটের স্বাদে থাকুক জোয়া।
এই দিন হোক আনন্দময়,
ভালোবাসায় কাটুক জীবনময়।