সাঈদ, তুমি মাটির কোলে শুয়েছো নিথর,
তবু তোমার নাম ধরে চিৎকার করে ইতিহাসের প্রহর।
প্রতিবাদের আগুনে তুমি ছিলে অগ্নিস্ফুলিঙ্গ,
ন্যায়ের পথের যোদ্ধা, হৃদয়ে অমর সজীব।

২০২৪-এর রক্তাক্ত দিনে উঠল গর্জন,
কোটা সংস্কারের দাবিতে চলল আন্দোলন।
তুমি ছিলে প্রথম কাতারে, সাহসের ছায়া,
অন্যায়ের বিপক্ষে দাঁড়াবেই প্রজন্ম, দিলে সেই মায়া।

তোমার বুকের তাজা রক্তে রাঙা হলো পথ,
গভীর শোকের মাঝে জাগল প্রতিশ্রুতির শপথ।
নেতা নয়, সৈনিক তুমি, দেশের তরে প্রাণ বিলালেও,
তোমার নামে লড়বে তরুণেরা, এ শপথ আমরাও!

সাঈদ, তোমার রক্ত বৃথা যাবে না কভু,
সংস্কারের সূর্য উঠবেই নবউদয় শতকভূ।
তোমার স্বপ্ন বাঁচবে আমাদের মনে,
বীর শহীদ, তুমি চিরকাল জ্বলবে ইতিহাসের স্তম্ভে!