বিবেকহীন

মানুষের মুখে আজো হাসি,
কিন্তু ভেতরটা পচে গেছে,
চোখের পাতায় জল শুকিয়ে
বিবেক যেন মরে গেছে।

সত্য কথার মোমবাতিগুলো
ঝড়ের মতো নিভে যায়,
অন্যায় দেখে সবাই চুপ,
নির্লজ্জতার উৎসব হয়।

শপথ নিয়ে রাজপথ কাঁপায়,
পিছন ফিরে ভুলে যায়,
সুবিচারের দোহাই দিয়ে
স্বার্থ ছাড়া কিছু না চায়।

অর্ধেক জাতি ঘুমিয়ে আছে,
অর্ধেক জেগেও বোবা,
নেতার কথায় নাচন কেবল,
নিজের কথা যেন ছোঁবা।

বিবেক কোথায়? কে জানে তা?
হয়তো সে আর ফিরবে না,
তবু একদিন ভোর আসবেই,
মানুষ হবে আলোর চা।