আমল হলো জীবনের দীপশিখা,
যা নির্ধারণ করে গন্তব্যের দিশা।
ভালো কর্মে জ্বলবে আলো,
পাপের বোঝায় নামবে কালো।
প্রতিটি শ্বাস, প্রতিটি কাজ,
আমল দিয়ে হবে হিসাবের সাজ।
যা করো তুমি, তাই তো ফেরে,
ভালো হলে জান্নাত ডেকে নেয় বারে বারে।
নীরবে লেখা হয় আমলের খাতা,
প্রতিটি বাক্যে, প্রতিটি কথা।
সত্য ও ন্যায়ের পথে থেকো,
পুণ্যের ছায়ায় জীবন রেখো।
আমলই হবে সঙ্গী একদিন,
এই দুনিয়া ছেড়ে চলে গেলে যেখানে বিনিময় নির্দিষ্ট বিধান।
আজ যে বপন করবে বীজ,
সেই ফসলেই হবে অন্তিম রিজ।