একা চলা

জীবনের পথে চলতে হবে একা,
কারো সাথে নেই বাঁধন দেখা।
ঝড় এলে পার করো নিজে,
তোমার দিশা তুমি দাও নিজের ইচ্ছে।

তুমি হলে নিজের আপন ঘর,
কেউ তোমায় দেবে না নতুন প্রহর।
আলো যদি নেভে, জ্বালো নিজের প্রদীপ,
তোমার সাহসেই হবে পথর চিত্ররূপ।

বন্ধুর মতো নিজেকেই ভালোবাসো,
তোমার ছায়ায় পথ চিনে এসো।
জীবনের পথ কেউ পাশে নেই,
তুমি একা, এটাই তোমার শক্তি।

তাই ভেবো না একাকীত্বের মানে,
এটাই সাফল্যের মহা-বাণে।