বিয়ে পরবর্তী বাস্তবতা
বিয়ের আগে ভাবতাম আমি, রাজা হবো ঘরে,
বিয়ের পরে বুঝলাম, সবই ছিল স্বপ্ন ভরে!
ভাবতাম বউ করবে যত্ন, দেবে মিষ্টি হাঁসি,
এখন দেখি সারাদিন তার, ঝাড়ি-ঝুড়ি খাঁসি!
বন্ধুরা বলত, “বিয়ের পর, জীবন হবে ফুল,”
এখন দেখি বউয়ের রাগে, জীবন দোলে দুল!
টিভির রিমোট ছিল যে আমার, আমিই ছিল রাজা,
এখন দেখি সিরিয়ালের দাস, হাতে নাইকো বাজা!
বন্ধু ডাকলে বলি, “ভাইরে, শরীরটা যে খারাপ,”
আসলে তো জান জান আমার, ধরেছে শক্ত জাঁপ!
তবুও বলি, ভালোবাসি, এ জীবন সোনার খাঁচা,
বউ না থাকলে বুঝতে পারতাম, জীবন কতটা কাঁচা!