আমি জানি ওটা নীল নয়, বাদামী!
তাই তোমাকে লালি ডাকি ভুলে।
ইচ্ছে করেই ভুল করি বারবার।
ঐ বাদামী চোখ আমার চোখে পড়ে হয়ে যায় নীল সাগর,
তখন তোমার নাক, শুভ্র গাল আর ঠোঁট লাল হয়ে যায়
সৃষ্টিলগ্ন থেকে নারীর অনৈতিহাসিক পুরষ্কার, লজ্জায়!
আমি জানি তুমি হাসবে এবার, যেমন স্বভাব-
অথবা কাঠবিড়ালির মতো হবে মুখচোরা!
আমি দেখতে থাকি তোমার শুভ্র আঙুল
লাল টুকটুকে মেহেদীর রঙ,
পায়ে জড়িয়ে থাকা লাল স্যান্ডেল, ইচ্ছা হয় চুরি করি!
এপাশ থেকে তোমার মুখটা দেখা যায় না,
সাদা স্কার্ফের ভেতর আবিষ্কার করি জুটিবদ্ধ চুল,
ইচ্ছে হয় এক বিকেলে চুরি করি খোপার কাঁটা!
অথবা জোছনায় গা ডুবিয়ে কোমল আঙুলগুলি
চেপে ধরি আমার ভগ্নগালে!
মুখগুঁজে শুষে নেই চুলের ঘ্রাণ,
তোমার উন্মুক্ত ঘাড়ে শ্বাস ফেলতে ফেলতে।
এসবের কিছুই জানো না তুমি,
চোখে চোখ পড়লেই একগাল খিলখিল হাসো,
অথবা অপ্রস্তুত চোখ নামিয়ে নাও ম্লানমুখে!
আমি জ্বলতে চাই, তাই বুঝি এভাবে জ্বালাও?
রচনাঃ 15•10•16
রাতঃ 08•48