ইতিহাসের দেয়াল ভেদ করে ঢুকে পড়ে কামান,
রাজপথ রুদ্ধ করে দাঁড়িয়ে থাকে পদাতিকদল,
আমি ছুটে চলি অন্ধকারে,
আমার চোখ জুড়ে ভয়-মস্তিষ্ক বিকার!
অন্ধের মতো ছুটে চলি ডানে বায়ে।
হঠাৎ গর্ত থেকে বেরিয়ে আসে সাপ,
প্যাঁচিয়ে ধরে আমার পা,
হোঁচট খেয়ে পড়লে দেখি বেয়নেটবিদ্ধ লাশ!
ছোপ ছোপ রক্ত!
আমার পাছায় বুটের লাথি খেয়ে ঘুম ভাঙে,
চেয়ে দেখি কৃষ্ণচূড়ার ডালে ফুল নয়
দুটি বিক্ষত লাশ ঝুলে আছে!
আমার পরণে কোনো কাপড় থাকে না,
উলঙ্গ আমি আবার দৌঁড়াই,
পেছন থেকে সহস্র গোলা বারুদ আমাকে দৌঁড়ায়!
এমন সময় একটা প্রচন্ড ধাক্কায় চৌচির হয়ে যায় আমার মাথার খুলি!
চোখ বন্ধ করেই দেখতে থাকি আমার নিচে আরো শ'খানেক লাশ!

অতপর সারা শরীর কাঁপতে থাকে,
দরদর করে ঝরতে থাকে ঘাম,
গলা শুকিয়ে চৈত্রের খরার মতো মনে হয়!
অনেক পরে বুঝতে পারি- দুঃস্বপ্নের ঘোরে আমি অসার!

17.08.17
12•37am