তুমি আমার কাব্য প্রেয়সী
আমার চোখের জল,
আমার নদীর জোয়ার ভাটা
আমার গাছের ফল।
আমার মনের ব্যাকুলতা
আমার প্রানোচ্ছ্বাস,
আমার সুখ,আমার দুঃখ,
আমার উল্লাস।
আমার জীবন,আমার মরণ,
আমার তিন কাল,
আমার গর্ব,আমার অহংকার,
আমার পোড়া ভাল।
তুমি আমার আশার আলো
মনের অন্ধকারে,
বাঁকা চাঁদের হাসি তুমি
আমার ভাঙা ঘরে।
আমার শিল্প,আমার গান,
আমার চিত্রকলা,
আমার ছবি,আমার রঙ,
আমার গলার মালা।
আমার চোখের মনি তুমি,
আমার স্বপ্নে বাস,
আমার ভালো,আমার মন্দ,
আমার সর্বনাশ।
আমার চেনা,আমার অচেনা,
আমার অবুঝ পাখি,
আমার ভাঙা খাঁচায় তোমায়
কেমন করে রাখি?
আমার চিঠি,আমার ঠিকানা,
আমার অসার লেখা,
আমার আমি তোমায় ছাড়া
এ ভূবনে একা।
তুমি আমার সকাল-সন্ধ্যা,
আমার গোধূলী বেলা,
আমারা জাগা,আমার ঘুম,
আমার প্রিয় খেলা।
তুমি আমার জীবন বন্ধু,
আমার চলার সাথী,
আমার প্রেম,আমার স্বপ্ন,
আমার ঘরের লক্ষ্মী!
তুমি আমার মরণ সাথী,
আমার নরক জ্বালা,
আমার স্বর্গে সকল কিছু
তোমা হতে আনা!
তুমি আমার সখী,প্রেমা,
আমার ভালোবাসা,
আমার মনের মনি কুঠায়
তুমি-ই সকল আশা।
তুমি আমার গ্রামীণ পটে-
কুড়ে ঘরের বাসা,
মনে প্রাণে তাইতো তোমায়-
এতো ভালোবাসা।
=====<মন>=====