একটু হাসি,
একটু খুশি,
একটু অভিমান।

বুকের মাঝে
ভালোবাসার
একটু খানি টান।

একটু রাগী
অনুরাগী
কিংবা বিবাগী।

কিংবা সুখের
লাগি আমি
একলা অভাগী।

আমি শান্ত
আমি সরল
আমি অধম,বোকা।

কভূ অশান্ত
কভূ দূরন্ত
কভূ বা হতভাগা।

কভূ রিক্ত
করুণাসিক্ত
কভূ স্বপ্নচারি।

আমি পামর
আমি সন্ন্যাসী
আমি চরম পাপী।

আমি আকাশ
আমি বাতাস
আমি ঝড়ো হাওয়া।

আমি শ্রাবণ
আমি প্লাবন
খরস্রোতে বওয়া।

আমি শূন্য
আমি পূর্ণ
আমি অসীম বিশাল।

আমি সৃষ্টি
আমি স্রষ্টা
শিব দেবতার ত্রিশাল।

বিজয়ী আমি
কভূ বিজীত
অমিমাংসিত কভূ।

সুখের স্বপ্ন
দুঃখের গীত
কান্না কভূ কভূ।

আমি শান্তি
অভাগার তরে
আমি অশান্তি কভূ।

সৃষ্টির তরে
হুঙ্কার আমি
ক্ষমা কি করিবে প্রভূ?

[এখানে স্রষ্টা মানে আমার নিজস্ব যে সৃষ্টিগুলো আছে তাদের স্রষ্টা…
> এইটি আমার প্রথম ব্লগ হিসেবে চতুর্মাত্রিক এ প্রকাশ করেছিলাম…চতুর্মাত্রিক এ আমার নাম হ-য-ব-র-ল…কেও সেখানের লেখক থাকলে আমাকে পাবেন মাঝে মাঝে।<]