ও লালি,
তুই লাল হয়ে যাস যখন রাগিস, রাগ,
তোর রাগের মাঝেও আছে আমার ভাগ।
তোর লাল টুকটুক ঐ না রাগের গালে
কেমন ঘিরে রাখিস মায়ার জালে!
ও লালি,
তোর রাগে কেমন আগুন জ্বলে চোখে
দেখে আমার হৃদয়-পরান কাঁপে,
এতো সে রাগ কোথায় রাখিস, বুকে?
ঐ রাগেই জ্বালাস আমায় প্রেমের তাপে!
ও লালি,
তোর সুভ্র গালে রাগের সে লাল ছাপ
বুক যে আমার উথাল-পাথাল কাঁদে,
তোর রাগের গলায় করূণ কন্ঠছাপ
আমার হৃদয় আরো কাছে বাঁধে!
ও লালি,
যতই রাগিস ততই বাঁধিস মোরে
ততই আপন করে কাছে পাই,
এই কপট রাগের ভালোবাসাই চাই
এই কপট রাগেই ভালোবাসি তোরে!
১২.০৩.১৬
০৭.২৪ সন্ধ্যা