বাঁচা-মরা যার যেখানে
সেখানে যাক যার যা খুশী,
আমার কেনো মাথাব্যথা
মিথ্যে সকল রেষারেষি!

তোমার সুখ তো তোমার মনে
তার সুখটাও তারই মতন,
তুমি ই বা কোন অপরাধী?
আমি ই বা কোন অমূল্যধন!

তারচে' চলো সবাই মিলে
সবার মতন ভালো থাকি,
কেন মিছে লঙ্কাকান্ড,
হত্যা-চুরি-লাঠালাঠি?

তোমার চোখে স্বপ্ন হাজার,
থাকো আকাশ-পাতাল জুড়ে,
আমার সুখতো ঘরের কোণায়
আর নিকোটিন বুকে পুড়ে!

সিগারেটেই জীবন-মরণ
সিগারেটেই প্রেম আমার,
হোক সে খুনী-স্বাস্থ্যভোগী,
বন্ধু তবুও এই আত্মার!

প্রিয়ার গালের তিলটা যে নাই
নাই রে চোখের কূট চাওয়া,
আসলে সব হারিয়ে আজ
আমার এমন ধুম্র খাওয়া!

আসলে এই জীবনখানার
মূল্য যে নাই একফোটা,
প্রাণবায়ুটা বন্ধ হলেই
দুনিয়াদারী সব ঝুটা!

তাইতো আমার একের পর এক
চাই সিগারেট অমৃত,
সিগারেটেই জীবন-মরণ
হই না হাজার ধীকৃত!

=====মন=====

রচনাঃ ১১.১১.১৫

১০.১৬pm