আমায় তুমি ভালোবেসো না এমন।
অবজ্ঞা কর, ঘৃণা কর-
যেমন অবজ্ঞা করে ভাগ্য আমার।
চক্ষু-হৃদয়স্থিত রক্তজ্বালা করা স্বপ্নেরা
লেলিহান আগুনের ফুলকির মতো,
যতো স্বপ্ন, তার জ্বালা ততো বেশি!
অবজ্ঞার ডঙ্কা বাজিয়ে তুমি আমায় ফেলে যেও,
হয়তো ন্যুরালজিয়ার ব্যথা বেড়ে যাবে সাময়িক,
নিদ্রাহীন রাতের অন্ধকারে খুঁজে ফিরব স্বচ্ছ হাত,
তামাকের ধোঁয়ার মাঝে খুঁজে নেব পূর্ণ সুখ,
চক্ষু জ্বালা করতে করতে আগুন ধরাবে মাথার ভেতর!
তবুও স্বপ্নভঙ্গের দায় থেকে তোমায় দেব চিরমুক্তি!
আমার উঠানভরা নাইকো তোমার জোনাক জ্বলা রাত,
নাইকো ভালোবাসায় পূর্ণ চোখ,
অন্ধকারের মাঝে খুঁজি তোমার শুভ্র হাত
না পাওয়াতে পাষাণে বাঁধি এ বুক!
আমার রাজ্যখানি বরফকঠিন শীতলতায় ঘেরা
এথায় তোমার চলন-বলন নেই,
তাইতো তোমার জোনাকজ্বলা রাতের স্বপ্নে ফেরা
সকল ঊর্ধ্বে জানি তোমাকেই!
=====মন=====
রচনাঃ ০৫.০৮.২০১৫ @ ১০.০০ pm