নিদ্রাহীন রাত কাটে আমার।
জেগে জেগেই দেখতে থাকি দুঃস্বপ্ন রাশি রাশি!
মৃতের ভাগাড়ে জীবিত একা অথবা-
জীবনের সমুদ্রে ভাঙ্গার ঢেউ!
আমি অবাক হই-
এখানে জীবনের কোনো মূল্য নেই!
সাদামাটা এখানে অশোভনীয়!
সত্য এখানে বিষ মাখানো তীর-আর
মিথ্যার অমৃতে চারপাশ ভেসে যায়!
আমি শ্বাস ফেলতে পারি না।
ভাবনাগুলোও ক্রমশ রুদ্ধ হয়ে আসে-
অমানুষদের তীব্র হুঙ্কারে!
অথবা ভাবি অমানুষ আমি একার পক্ষে-
দুর্বোধ্য হয়ে ওঠে কোটি মানুষের ভাষা!
এখানে চিরাচরিত আমার বিপরীত-
অথবা আমি বিপ্লবী!
তাই মগজে আর কন্ঠে আমার অগ্নির ঝলক
পুড়িয়ে দেয় কাছের-দূরের সবাইকে!
********মন********