মানুষ হতে হবে বলে সকলেই-
মানুষ কে?চিনেছ কেহ?
অন্ধ সমাজ শুধু অর্থ-বিত্ত-জাতে
লুটায় তার পবিত্র দেহ!
হায় অভাগা!চিনলি না নিজেরে,
দিলি না তোর বিবেকের দাম!
চরিত্রে মানুষ করে।করে না মানুষ
তোরে জাত-বংশের নাম!
উঁচু জাতের নষ্ট ছেলে-তবু তার
হয় না জাতের হানী!
নিঁচু কেউ উঠলে উঁচুতে
কভূ সে হয় না মানী!
ওরে মুর্খ,স্বার্থলোভী,ভন্ড যত শয়তান,
তোর মনখানা এতো নিঁচু-
আমি করি না তোরে সম্মান!
তোর বিত্ত-বংশ-জাত,আমি
পায়ের তলায় পিশে করেছি হত্যা,
ভালবেসেছি পূর্ণ মানুষকে
নির্ভয়ে সত্য বলার সাহস আছে যার।