শুধু ভ্রান্তিবিলাস দিকে দিকে
স্বস্তি পাই না মোটেই,
মানবতার রং হয়ে গেছে ফিকে
হৃদয় যাচ্ছে টুটেই!

হৃদয়গর্ভে মর্তলোক
তপ্ত বিভীষিকা,
হাজার রাত্রি-হাজার শোক
চোখেতে রয়েছে লিখা!

মানুষ নেই তো কোথাও
বলবান সব জানোয়ার,
জ্বলছে অগ্নি শিখা ও
ফাটছে বোমা বেসুমার!

আজি রক্ত চাই,লাল রক্ত
অজাত,ক্ষুদ্র,মজুরের!
লোহিত বর্ণে দারুণ সিক্ত
ক্রোধোন্মত্ত হুজুরের!

সাহেবিয়ানা,বাবুয়ানা আর
ভন্ড-ভ্রান্তের দল,
তোদের করব রে ছারখার-
আমি,পিশিব পায়ের তল।

সময় আসবে জানি,
পৃথিবী ঘোরে,ঘুরছে বিশ্বজগৎ,
সময় আসুক,ধরব চেপে টুটিখানি-
আমরা নিঁচুরা,আমরা সবে মহৎ।
০৬।০৮।২০১৩