জাতের বিচার করে সকলে,
কে,কোন জাতি?
জাত শিয়ালের হুক্কা-হুয়ায়
মাতামাতি!

কেউ করে ধার,জাতের আচার
পয়সা দিয়ে,
কেউ আবার জাত মারে ভাই গাল দিয়ে
বা চাঁদা চেয়ে!

কখনো হিন্দু ছুঁলে মুসলমানে
জাত চলে যায় উভয়েরই!
আবার ভূইয়া নাকি চৌধুরী
না মজুমদারের গর্ব বেশী!

চলে যে রাস্তা ধরে মেথর কুলি,
গায়ে সব মাখে যখন একই ধূলি,
পেট ভরে একই চাষার ফসল খেয়ে,
মন ভরে একই সুরের গান গেয়ে,
তখন কে চায় তুলে চক্ষু মেলে কাহার পানে?
সবে ভাই মানুষ তখন,সহোদর আর একই দেশী!

জন্মিলে হাত পা ছোঁড়ে উর্ধ্বপানে একই সে চিৎকার,
মরিলে একলা সবে,মিথ্যা ভবে,কেউ নহে কাহার!!
=====<মন>=====