অনেক ঘুরে পেয়েছিলাম আসরেতে বাসা,
কোকিল আমি,মর্তে মম বাসা তো নেই খাসা!

আসর মাঝে কত-শত পাখির আনাগোনা,
কত মধুর ডাক যে হেথা নিত্য যায় শোনা!

এরই মাঝে কোকিল নামে কালো পাখিটিরে,
সযতনে রাখত সবে ভালোবাসায় ঘিরে!

কিন্তু কি লাভ জীবন থেকে বেশী ভালোবেসে,
যে ঘরখানা বাঁধা তব নদীর কূল ঘেসে!

জোয়ার-ভাটার টানে যে ঘরটি নড়বড়ে,
বল কি লাভ তার লাগি উপোস থেকে মরে!

তেমনি আমিও ভবঘুরে,অজ্ঞ নিবাস গড়ায়,
ডিম পেড়ে যাই নির্বিঘ্নে আসর নামের বাসায়!

সকল পাখি আগলে রেখে ভালোবেসেছিল,
অকস্মাৎ আজি হেথায় কাকোভ্যুদয় হল!

আল্টিমেটাম দিয়ে গেল ত্রিশটা দিন পর,
নাম যদি না বদল কর ভেঙ্গে দেব ঘর!

কি আর করা সুধীবৃন্দ,গ্রীষ্ম এলো ধরায়,
নববর্ষে নবনামে বরণ কর আমায়।

কোকিলকে আজ বিদায় দিলাম দুঃখ কায়ক্লেশে,
পৌষ তো কবেই বিদায় নিল বসন্তের আবেশে!

মোজাম্মেল হক নামটি আমার,মন রবে স্থির,
অগ্রিম শুভেচ্ছা তব তরে বাংলা নববর্ষের!
=====<মন>=====