আজকে বসে ভাবতে গিয়ে
ভাব আসে না মনে,
কাব্য দেবী আড়ালে লুকায়ে
হাসেন সাবধানে!
কবিতা লিখা-শখের নেশা,
কি'বা নেশার সখ,
রসের জলে,ভাবের তৃষা
কবি যেন তক্ষক!
কলম হাতে,সামনে খোলা
কাব্য গাঁথার খাতা,
কোথায় ডুবে আপনভোলা
উল্টিয়ে যায় পাতা!
সাধনা করে কবিতা তরে
নিশ্চুপ একা বসে,
ক্ষীণ আলোকে পড়ার ঘরে
ভাবের কাশি কাশে!
কিন্তু একি!কি যে হল আজ!
ভাবেরা গেল কোথা?
কলম ফেলে ধরি গে কাজ
সময় গেল বৃথা!
=====<মন>=====