বধূ,ঐ ঋতুরাজ আসিছে,
কাঁপিছে শীত ও রাগে থরথর,
আজিও কেন তোমার দু'চোখে
ঝরিছে শ্রাবণ ঝরঝর?
ঐ,গাছে গাছে কঁচি পাতার আড়ালে
নেচে নেচে যায় বুলবুলি,
আজি তব বরণের লাগি আমি হায়-
কোন কাননের ফুল তুলি?
বুঝি,তোমার বিরহে কাঁপিছে এ মন-
বাদল রাতের ঝরঝর,
তোমায় গান শোনাবার ছল করে ঐ
কোকিলা ডাকিছে মধুর সুরে!
কবে হবে নাচন চাঁদনি বেলা-
দু'জন-দু'জনে হাতে ধরে,
আজি কানে কানে একি সুর বাজিছে-
তোমার পায়ের রূপালী নূপুরে!