রোজ মিথ্যার চাদরে ঢেকে যাই নিজেকে,
ঢেকে যাই নিজের অস্তিত্ব বিবেকের কাছে!
প্রতিদিন করি কিছু কবিতার অপমান,
প্রতিদিন মিশিয়ে দেই অদৃশ্যে-নিজের সম্মান!
প্রতিদিন কিছু স্বপ্নকে হত্যা করি গলাটিপে,
প্রতিদিন জীবনের পথে হাঁটি-এক পা করে মেপে মেপে!
প্রতিদিন ভালোবাসায় সিক্ত হওয়ার অভিনয়,
মুখ ঢেকে রাখি-কিছু লজ্জা আর সমালোচনার ভয়!
প্রতিদিন রোদের সাথে মিশিয়ে দেই ঘাম,
চন্দ্রালোকে ঝেড়ে ফেলি কিছু বিষাদ অবিরাম!
প্রতিদিন ভালো আছি বলে মনকে বোকা বানানো,
নিয়ম করে কিছু লোককে অকারণ হাসানো!
প্রতিদিন বিষাক্ত সব খাবার খেয়ে যাই,
অভুক্ত পেটে-অমৃতের সাধ না পাই!
জীবনের বৃত্তে প্রতিদিন সেজে থাকা ভালো মানুষ,
পরিচিতি পায়-ঘৃণ্য,অমানুষ,সকলের এলে হুশ!
জীবনের রঙ আজ ঝাপসা,কোনো সাধ না পাই,
তাইতো রোজ কবিতার মাঝে জীবন খুঁজে যাই!
যে কবিতায় ভেসে আসে জীবনের গান,
অশ্রু ঝরিয়ে সে জলে কবিরে করে যাই প্রণাম!
জীবনের মাঝে আজ দীর্ঘশ্বাসের বেমানান রেখা,
এই বুঝি হয় জীবন?এই কি ভাগ্য লেখা?
বদলাবে না জীবন?
পাল্টাবে না কথা?
=====<মন>=====