তোমার এ শাশ্বত-সতী মাতারে
কেমন করিয়া যন্ত্রনা দাও
ভোগ কর ঐ আহারে?
ছিঃ ধিক্কার তোমাদের,হে মায়ের সন্তানেরা,
কেমন করিয়া তুলিয়া দাও?
এ মায়েরে ভিনদেশে,
রক্ত দিয়ে কাছে পেয়ে!
সামান্য এ অর্থ,স্বার্থ লোভে-
কি অধপতন তোমাদের?
জেগে ওঠো হে বাঙ্গালী
এখনো সময় রয়েছে ঢের!
হাল ধর আজি শক্ত হাতে,
মাস্তুল কর খাড়া,
বাঁচাতে হবে দেশ মাতারে,
জীবন গেলে যাবে-যা!
এ জীবন তো রাখিবার নহে,
ত্যাগের নামই জীবন হয়,
ত্রিশ লক্ষ শহীদ আজি-
কানে কানে এই কথা কয়!
হে মোর সোদরেরা,
সদয় হও মায়ের প্রতি,রক্তের প্রতি,
যে রক্ত ঝড়েছে-মায়ের,ভাইয়ের বুক হতে,
সে রক্ত চুষিছে কারা?
এ যে হতভাগা বাঙালিরা!
এ মায়ের সন্তানেরা!
ছিঃ কেমন সন্তান মোরা!
মায়ের বুকের রক্ত-মাংশ খেতে
পাগল-দিশেহারা!
আজি বাঁচাও এ দেশ মাতারে,
জলদি বাঁচাও,
পরে আর পারবে না বাঁচাতে তারে-
যদিও কোটি প্রাণ দাও!
=====<মন>=====
< "দেশরক্ষা" এখানেই সমাপ্ত!>