এটা কিন্তু ছোট্ট লেখা
একটুও বড় না,
ভালো না লাগলে পড়ো না ভাই
লিখেছি যা তা!
নয়তো এটা ১০০ কিংবা
৮০,৫০ লাইন।
১০-১২ লাইন পড়া হলেই
করব তোমায় ফাইন!
কি হলো ভাই-পড়ছ কেন?
১০ লাইন তো হলো!
এবার পড়া বন্ধ করে
নিজের পাতায় চলো!
হা,হা,হা,তোমায় নিয়ে
পারছি না তো আর,
জরিমানার কথাটা কি
মনে নেই তোমার?
আহা,এতো মহা মুশকিল!
তুমি যে নাছোড় বান্দা,
দাড়াও,তোমায় পড়াচ্ছি
আনছি বিশাল রাম'দা!
সাহস থাকলে পড় এবার
মাথা নেব কেটে,
এরপরও যে পড়ছ তুমি
কেমন হেসে হেসে!
ঠিক আছে ভাই,এতই যখন
তোমার পড়ার সাধ,
পড়তে থাকো,বাঁধা দেওয়া
আমার অপরাধ!
=====<মন>=====