আমায় তুমি ছুঁয়ো না গো ভুল করে,
আমায় তুমি আর দিও না ঠাই!
এবার আমায় বাহির হতে দাও-
মুক্ত হয়ে স্বাধীনতা খুঁজে চাই!
কম করিনি তোমার বুকে বাস,
জ্বালাইনিতো কম বসতে আগুন!
এবার আমায় মুক্তি দাও মাগো-
দেখি কোথায় আছে সুখের ফাগুন!
জন্ম হতে আজোবধি হায়
পারনিতো ফেলতে নিঃশ্বাস জোরে,
যদি কোনো ওঁৎ পাতা হায়েনা
নিয়ে যায় গো বুকের ধন কে কেঁড়ে!
এবার তবে ভাসিয়ে দাও আমারে-
বক্ষ তুমি ভিজালে যেই জলে,
জলান্জ্ঞলি দেব সকল পাপ-
ও মুখখানি ভরবে হাসি তাপে-
দেখবে কেমন স্বাধীনতার সাধ!
=====<মন>=====