ভোর হয়েছে,
দোর খুলেছে,
রোদ এসেছে ঘরে!

পেটে আগুন,
জ্বলে দ্বিগুন,
ক্ষিধায় চোঁচোঁ করে!

চাল নেই,
ডাল নেই,
নেই কিছু আর ঘরে।

চিরদিন ই
এ বাঙালী
এমনি ধুঁকে মরে!

বাহির হতে
ভিক্ষা মাগী,
(ঐ নেতা)নিজের পেটে পুরে।

অভুক্ত সব-
বাঙালীরা,
থাকে ঘুমের ঘোরে।

নিরীহ এ
বাঙালী জাতির
কি যে আজ হলো।

নেতা নামের
সব জানোয়ার,
তাদের মুখোশ খোল।

জাগো জাগো
হে বাঙালী,
আর ঘুমিও না।

কাঁদে তোমার
জন্মদাত্রী
তোমার দেশমাতা।

এ মায়েরে
খুবলে খেতে,
দিও না আর দিও না।

চল সবে চল একসাথে,
দানব-পিচাশ-
করিব বিনাশ!

যা নেবার তা নিয়েই গেছে,
যা ইজ্জত ছিল হারিয়েছি,
এবার মোদের আমরণ সংগ্রাম।

চল সবে
হাতে হাত রাখি,
গাই বাংলার জয়গান।
=====<মন>=====