মহিমান্বিত রমজান
মোজাম্মেল সুমন
রমজানের চাঁদ আকাশে ছড়াচ্ছে রুপ
মখলুকাতের জন্য খুলেছে দয়ার কূপ
মানবজাতি খুশি-
বিশ্বব্রহ্মাণ্ড তুষি-
অন্যায় অপকর্ম চিরতরে হয়ে যাক চুপ,
জীবনের খাতায় নেক আমল হোক থুপ।
রমজান রহমত বরকত মাগফিরাতে পূর্ণ
একাগ্র সাধনাচিত্তে লব্ধিত পাপরাশি চূর্ণ
মুসলিমের দৃষ্টি-
ইবাদাতের কৃষ্টি-
রমজানে সব কুমতলব পরাজিত হয় তূর্ণ,
নিয়মিত পবিত্র পাঁচ ওয়াক্ত নামাজে ঘূর্ণ।
শয়তানের বিরুদ্ধে বিশ্ব মুসলিম করে যুদ্ধ
রমজান জীবনকে দেয় পরিপূর্ণতায় শুদ্ধ
পাপের ক্ষয়-
পুণ্যের জয়-
মন থেকে খসে যায় পরনিন্দা কিংবা লুব্ধ,
বান্দার তাকওয়ার দেখে আল্লাহ্ হয় মুগ্ধ।
ফরজ ওয়াজিব সুন্নত মেনে চলবো সকল
কুরআন তিলাওয়াত কিংবা নামাজ নফল
ইহকালের যুক্তি-
পরকালের মুক্তি-
স্রষ্টা ও সৃষ্টির মাঝে নিয়ামত ইবাদাত বদল,
রমজান গোনাহ পুড়িয়ে দেয় নেকির ফসল।
এসো মুমিন রমজানের পরশে থাকি ভিজে
মনের পশুটা মরে ভুলত্রুটি হয়ে যাক সিজে
জান্নাতি খবর-
রমজানে কদর-
আত্মা ভরে যায়-নিষ্পাপ ভালোলাগা কিযে,
রোজার প্রতিদান স্বয়ং আল্লাহই দেন নিজে।