কুয়ে নদী
মোজাম্মেল সুমন

আমি একজন বাঙালি, বাঙালিসুলভ জাতি,
অসীমের সীমা মেলে সারাবিশ্বের মাঝে মাতি ।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায়,
কুয়ে নামে একটি নদী মাতোয়ারা জল খেলায় ।

কোপাই থেকে কুয়ে নাম কুলুকুলু ধ্বনি যার,
চিকচিক করে বালু কাশবনে উঁচু তার দুই ধার ।
কিচিরমিচির করে সেথা শালিক পাখিদের ঝাঁক,
রাত হলে থেকেথেকে শোনা যায় শেয়ালের হাঁক ।

কুয়ে নদী তার আপন মহিমায় চলে বাঁকে বাঁকে,
আষাঢ়ে বাদল নামায়, বৈশাখে হাঁটু জল থাকে ।
কুয়ের বুকে পার হয় গরু, পার হয়ে যায় গাড়ি,
সকালে বালি দিয়ে থালা ঘটি মাজে গাঁয়ের নারী ।

তীরে আঁচল ছাঁকিয়া ছোটোছোটো মাছ ধরে,
ফের গামছায় জল ভরে গায়ে ঢেলে খেলা করে ।
'আমাদের ছোট নদী' বিশ্বকবি রবিঠাকুরের কুয়ে,
মোজাম্মেল সুমনের 'ছোটধনী' আছে হৃদয় ছুঁয়ে ।

কুয়ের জলে স্নাত প্রনব মুখার্জি, ওয়ারেস কবি
রবিঠাকুর, তারাশঙ্কর, খ্যাপারাম উজ্জ্বল রবি ।
মণিকর্ণিকা ঘাটে ছিলো মহাত্মা গান্ধীর চিতাভষ্ম,
মচ্ছব আয়োজনে কুয়ে নদী নন্দিত মিতাবিশ্ব ।

মধুসূদনের কপোতাক্ষ নদের মতো আমার মাঝে
কুয়ে নদীর কুলুকুলু ধ্বনি পাই রাত দুপুর সাঁঝে ।
জীবনে কখনো বীরভূমে যাবার সুযোগ হয় যদি,
আমি সানন্দে গিয়ে দেখবোই বিখ্যাত কুয়ে নদী ।