একজন সন্ধ্যাবতী কিংবা তুমি
মোজাম্মেল সুমন

পোড়াদহ থেকেই ছুটি তোমার কাছে,
        দিনের শেষে সন্ধ্যে সন্ধ্যে
        তোমার দেহের গন্ধে গন্ধে
পার্বতীপুর— ভালোবাসার জাদু আছে ।

রাতের ক্লান্তি হারিয়ে যায় তোমায় ভেবে,
         প্রেমের জিকির কষে কষে
          অপেক্ষায় রই বসে বসে
সন্ধ্যায় কাছে আসতেই দিনের ক্লান্তি নেভে ।

তোমার চোখে স্বর্ণালি রূপ যেনো ফোটে,
          বহে প্রেমের হাওয়া হাওয়া
          খুব নিকটে পাওয়া পাওয়া
আমি তাকাই তোমার রক্তজবার ঠোঁটে ।

টোলপড়া গাল থেকে মুক্তোর হাসি ঝরে,
          স্বপ্নের সত্যি বিশ্বাস বিশ্বাস
           ভালোলাগা নিশ্বাস নিশ্বাস
গাঘেঁষে নাও তোমার চুলে আপন করে ।

ল্যাম্পপোস্টেরই আলোয় দুষ্টুপাখির চুঁইচুঁই,
            পরাণপাখি চাখিচাখি
           কলজেপাখি ডাকিডাকি
হাত সুগন্ধি রুমাল— ময়নাপাখি ছুঁইছুঁই ।

সন্ধ্যেটুকুন তোমাকেই পাই— নামে রাত্রি,
          সন্ধ্যাবতীর যাওয়া যাওয়া
         নিয়মমাফিক চাওয়া চাওয়া
হে পার্বতী! ফিরবোই! আমি ট্রেনের যাত্রী ।