বৃষ্টি ও বনায়ন
মোজাম্মেল সুমন
আষাঢ় শ্রাবণ ডাকে
কালো মেঘেই ঢাকে
দিনেরাতে বৃষ্টির জন্য পথেঘাটে কর্দমা,
হাঁটাচলা বন্দি
কথাবলা নন্দি
পানি ভরা নদীপুকুর জলবিম্ব নর্দমা!
প্রকৃতিতে দুর্যোগ
পশুপাখির দুর্ভোগ
ক্রমাগত ব্যাঙের মাতামাতি চলে নহরে,
কষ্টে জীবনখানি
চারিদিকে পানি
ভোগান্তিতে পরিপূর্ণ গ্রামে কিংবা শহরে ।
বুদ্ধিশুদ্ধি যাচাই
পৃথিবীকে বাঁচাই
মানবসৃষ্ট পরিবেশে স্বতঃস্ফূর্ত প্রতিশোধ,
বৃক্ষরাজি লাগাই
মনুষ্যত্ব জাগাই
বনায়নে হতে পারে দুর্যোগপূর্ণে প্রতিরোধ ।