বিন্দু থেকে বৃত্ত
মোজাম্মেল সুমন
কাজের জন্যেই দুটি হাত
জীবন চলে কেবল খেটে,
হালাল রুজিতে প্রিয় ভাত
কাজই তৃপ্তি আনে পেটে।
কাজ করে শ্রমিক যারা
মিলের চাকা ঘোরায় হাতে,
জীবনে মহান যোদ্ধা তারা
হয় মালিকের উন্নতি তাতে।
শ্রমিক ঝরায় দেহের ঘাম,
অথচ পাষণ্ড মালিক ঠগায়,
পায়না ঘামের সঠিক দাম
শ্রমিকের আর্তি স্রষ্টা সহায়।
শ্রমিকের হক নষ্ট করলে
কলুষিত মনে বাড়ে রোষ,
নিজ বিবেক থেকে মরলে
সৃষ্টিকর্তা হবে নাকো খোশ।
এক হোক মালিক শ্রমিক
বাড়বে তবে শিল্পের জ্যোতি,
হেতু এটিই উন্নতির ক্রমিক
অন্যথায় দেশের দশের ক্ষতি।
শ্রমজীবীকে প্রিয় করে নাও
বিন্দু থেকে বৃত্তটিকে গড়ে,
তুমি শ্রমকে ন্যায্যমূল্য দাও
তারা ধরিত্রীকে সুন্দর করে।