বাবুর ঈদ
মোজাম্মেল সুমন
বাঁকা চাঁদ উঠেছে পুবে
ছোট্ট বাবুর খুশি খুবে,
ভীষণ হর্ষে আছে ডুবে
ঈদ এসেছে, নেই শুবে।
রাত পোহালে হবে ঈদ
পেটে নেই কোনো খিদ,
দুটি চোখেও নাই নিদ
বাবু যেনো সম্ভাব্য বিদ।
উঠতে হবে ভোরের ক্ষণে
এমন চিন্তাই বাবুর মনে,
ফজর নামাজ বাবার সনে
ঘুমার আগে হিসেবটা গণে।
বাবু সকালে গোসল করে
পাজামা আর পাঞ্জাবী পরে,
মাথায় টুপি নামাজের তরে
ছোট্ট ইমাম আমাদের ঘরে।
আতর সুরমা মাখে গায়
বাবু নাস্তা সেমাই খায়,
সালাম করে সবার পায়
সেলামি পেয়ে ঈদে যায়।
নামাজ পরে সবার ভিড়ে
মিষ্টি কিনে আসতে ধীরে,
বাবু ঈদের আনন্দে ফিরে
মায়ের কাছে আপন নীড়ে।