আঙুলের হইচই
মোজাম্মেল সুমন
উর্বশী আমার জন্য হৃদয়ে ভালোবাসা থোয়,
কাছে গেলে সে হাতের আঙুলে আঙুল ছোঁয়।
তাঁকে দেখলেই মনে হয় সে ভালোবাসার পদ্ম,
কেবল যেনো আমার জন্যই ফুটে থাকে সদ্য।
লজ্জাবতী মৌনতায় মুখরিত হয় চোখ টিপুনি,
আমি বিমুগ্ধ হয়ে ভালোবাসার কতো কী শুনি!
চোখেচোখে আলিঙ্গন, ভাষারা হারায় মুখের,
অপলক দৃষ্টিক্ষুধা ভালোবাসার ক্ষেত্রে সুখের।
কাঁপাকাঁপা গাঢ়তর নিঃশ্বাসে দুচোখ বন্ধ করে,
আঙুলগুলোকে আলতো ছোঁয়াতে চেপে ধরে।
দুইজোড়া হাতের সঙ্গমে একজোড়া হাত হয়,
দশজোড়া আঙুলের হইচই দুইজোড়াতে রয়।
অতঃপর ফিসফিসিয়ে 'জানপাখি' বলে ডাকে,
মনের অনুভূতি রঙিন আশকারায় মেতে থাকে।
মাছরাঙার মতো সুযোগে পায়ে ছোঁয়া দেয়,
মুহুর্তে অব্যর্থ মায়ায় আমাকে তাঁর করে নেয়।
পায়ে পায়ে ছোঁয়াছুঁয়ি, সাধারণ সে ছোঁয়া নয়,
আঙুল দিয়ে টিপুনি কিংবা কখনো চিমটি হয়।
উর্বশীর দুটি ঠোঁটে প্রেমের সাত রঙধনু লাগে,
বুকের ভিতরে মাতাল শিহরণের ছোঁয়া জাগে।
ভালোবাসার স্বাধীনতা অর্জিতে তনুমনে জোট,
হাতে হাত পায়ে পা আঙুলে আঙুল ঠোঁটে ঠোঁট।
অবাধ্য অনুভূতিতে তুলোর পাহাড়ে চুম্বকীয় ঘ্রাণ,
সমুদ্রের তলদেশে নাবিক খুঁজে পায় নতুন প্রাণ।
ভালোবাসায় অনুভূতি নিরবে প্রকাশিত অসীম,
আমি তোমাকে ভালোবাসি বাক্যটি যদিও সসীম।
ভালোবাসার চেয়েও ভালোবাসা আঙুলের হইচই,
আমি উর্বশীকে ভালোবেসে ভালোবাসায় থইথই।