তেতুল গাছে ভূত যে আছে
বলে আমার দাদি
বহু বছর থাকে সেথায়
তারা অনেক আদি।

বাঁশ বাগানে যাস্ না ওরে
বলে আমার নানি
সেথায় আছে ভূতের বাড়ি
আমরা সেটা জানি।

সাঁঝের বেলা বাঁশের আগা
কাঁপায় ভূতু ছানা
দেখলে তারে মরবি ভয়ে
তাইতো করি মানা।

নানান স্বরে ডাকতে পারে
শুনলে জাগে ভীতি
দুষ্টু ভূতে দেখায় ভীতি
এটাই নাকি রীতি।

তেতুল গাছে ভূতেরা সব
উল্টো ঝুলে থাকে
গভীর রাতে কাউকে পেলে
ভীতি দেখায় তাকে।

যশোর
০৩/০১/১৯