ভুল হয়েছে
হতেই পারে
হবেই না বা কেনো,
মানব মনে ভুলের আসন
যায়নাতো আটকানো।

শুধরে নেবো
মাশুল দেবো
আর হবেনা ভুল,
ভুলে ভুলে ভুলের মাঝে
ফুটতে পারে ফুল।

অনেক ভুলে
হৃদয় খুলে,
খুলে নতুন দ্বার,
কতক ভুলে নিত্য নতুন
হচ্ছে আবিষ্কার।

তাইতো বলি
ভুল কিছু নয়
নতুন পথের দিশা,
আবিষ্কারে ভুলের নাটাই
কাটায় অমানিশা।

ভুলের কামে
তুচ্ছ দামে
হচ্ছে মাথা উঁচু,
ছোট্ট ভুলের মাসুল দিতে
হচ্ছে মাথা নিচু।

এইতো ভুলের হিসাব কিতাব
রুদ্ধ মনের ক্ষুদ্ধ স্বভাব
এইতো ভুলের নীতি,
অনেক ভুলে সৃষ্টি হলো
হাজার বিজয় গীতি।

০৩ নভেম্বর ২৪
বাঙ্গী, মধ্য আফ্রিকা