ভালো আছি
মঈন তাজ

ভালো আছি
        দুঃখ কষ্ট নিয়ে
             সব জ্বালা সয়ে
                           ভালো আছি।

ব্যথা বেদনা নিয়ে
         শত যন্ত্রণা সয়ে
                      ভালো আছি।

ধীরে ধীরে ওরা বড় হয়,
     মজা করে গান গায়।
                 ওদের নিয়ে ভালো আছি।

ওরা আর কষ্ট দেয়না
          স্বপ্নের মত ওরা আশা দেয়।
                     ওদের নিয়েই শান্তিতে আছি।

স্বপ্নের কালো আকাশে,
         ওরা উড়ে উড়ে ঘুরে ফিরে।
                    ওদের দেখেই সুখে আছি।

এখন ওরা হৃষ্ট পুষ্ট হয়ে
        জীবনের সাথে গেছে মিশে।
                ওরা থাকে মোর পাশে পাশে।
                                 সব মিলে ভালো আছি।

কষ্টরা আর কষ্ট নয়,
                     সুখ দেয়,
                তাই ভালো আছি।

ব্যথাতুর হয়ে দুঃখ কষ্ট নিয়ে
                     অনেক ভালো আছি।

স্মৃতির ঘরে তালা দিয়ে
                 শূন্য হৃদয় নিয়ে,
                              ভালো আছি।

বুকের মাঝে কষ্ট নেই,
                         দুঃখ নেই,
                        হাহাকার নেই,
                           নেই হতাশার লেশ।
                                      সব কিছু মিলে,
                                      ভালো আছি বেশ।

চিন্তা করনা তুমি,
ভালো আছি,
সুখে আছি।
এখনো আমি বেঁচে আছি!

ঢাকা
০৫/০৬/১৮