উড়োজাহাজ
মঈন তাজ
হাওয়ায় ভেসে উড়ে উড়ে
যাচ্ছে কলের গাড়ি
মেঘের দেশে ভেসে ভেসে
দিচ্ছে আকাশ পাড়ি।
স্বদেশ থেকে যাচ্ছে বিদেশ
নেইতো জ্যামের জ্বালা
খেয়া ফেরির নেই ঝামেলা
পথটা খোলামেলা।
পাহাড় নদী বন বনানী
সাগর শহর ছেড়ে
দ্রুতবেগে যাচ্ছে ভেগে
দৃষ্টি সীমার আড়ে।
মানুষ এখন ব্যস্ত অনেক
নেইতো সময় হাতে
অত্যাধুনিক প্রযুক্তি তাই
বাড়ছে দিনে রাতে।
অত্যাধুনিক বিশ্ব এখন
হাতের মুঠোই পুরে
সকাল বিকাল দেশান্তরে
আসছে মানুষ ঘুরে।
নাম হলো তার উড়োজাহাজ
উড়ে গনন জুড়ে
পাখির মতন ডানা মেলে
দেশ বিদেশে ঘুরে।
ঢাকা
১২/১০/১৯