উজল কর চিত্তটা
মঈন তাজ
অন্ধ মনে আলো জ্বেলে
উজল করো চিত্তটা,
মানব গুনে পূর্ণ কর
গলদ ভরা বৃত্তটা।
মন্দ ভালো যাহাই বলো
নাও মেনে নাও সত্যটা,
গলা টিপে হত্যা কর
আপন মনের দৈত্যটা।
সময় মত নাও বুঝে নাও
জীবনের ঐ কৃত্যটা,
মানুষ তুমি বন্ধ কর
লোভ লালসার নৃত্যটা।
যশোর
০৫/১০/২০