দিন দিন তুমিহীন
হয়ে যায় একা
কতদিন কতদিন
পাইনা যে দেখা।

কতকাল বহুকাল
চেয়ে আছি পথে,
দরজায় কড়া নাড়ে
ভাবনার রথে।

আসো তবু আসো নাকো
চেয়ে থাকি রোজ,
এই পথে ওই পথে
কত করি খোঁজ।

খুঁজি আমি খুঁজি রোজ
সকাল বিকাল,
এই বুঝি এলে তুমি
ভেঙে কোলাহল।

মাঝে মাঝে অনুভবি
হৃদয়ের মাঝে,
কার পদ ধ্বনি যেনো
ওই পথে বাজে।

আড়মোড়া ভেঙে তাই
চারপাশে চাই,
চোখ মেলে দেখি তবু
কেউ দেখি নাই।

মনে মনে খুঁজে ফিরি
বিরহী বদন,
এ নয়নে নেমে আসে
শাওন শ্রাবণ।

বিষাদের ঘনঘোর
আঁধার কালো,
পথ চেয়ে বসে আছি
যদি ফুটে আলো।

০৫ ফেব্রুয়ারী ২৫
বোয়ার, মধ্য আফ্রিকা