তোমার প্রতীক্ষাতে
মঈন তাজ

অনেক কথা বলার ছিলো
হয়নি কিছু বলা,
একই পথে তোমার সাথে
হলোনা আর চলা।

না বলা সব কথা গুলো
গেছে অচিন পুরে,
তাই তো আমি তোমার থেকে
আছি অনেক দূরে।

আগুন ছাড়া বুকের ভেতর
কেনো আমার পুড়ে,
বাতাস  ছাড়া ঘূর্ণিবায়ু
হৃদয় মাঝে ঘুরে।

সে পথে আর যায় না আমি
যে পথ দিয়ে যেতে,
দু'চোখ আমার ঝলসে উঠে
তোমার বেদনাতে।

আমার প্রেমের পত্র খানা
দেয়নি তোমার হাতে,
পথের ধারে রয়ে গেলাম
তোমার প্রতীক্ষাতে।

থাক বুকে থাক জমা হয়ে
আমার যত কথা,
পাথর হয়ে থাকনা জমে
বুকের সকল ব্যথা।

যশোর
২২/০৭/২০