তরুণের পণ
মঈন তাজ

জরাজীর্ণ বিশ্বটাকে আমরা করবো শুদ্ধ,
আমরা তরুণ নবীন অরুণ নইতো মোরা বৃদ্ধ।

শক্তি সাহস আছে মোদের নেইতো পিছুটা,
দুর্সাহসের অথৈ আধার আমরা বলিয়ান।

আমরা তরুণ দূর করিবো সব জরা জঞ্জাল,
বুকে আছে জয়ের নেশা দেহে আছে বল।

অদম্য এক মনন মেধা আছে মোদের মাঝে,
ফুলের মতন গড়বো জীবন লাগাবো তা কাজে।

সুবাসিত করবো মোরা সুন্দর এই ধরা,
সম্প্রীতির গড়বো বাঁধন করবো মনোহরা।

আমরা তরুণ দূর করিবো ধরার মলিনতা,
আমরা তরুণ দূর করিবো সকল দুঃখ ব্যথা।

আমরা যখন উঠবো জেগে ঘুমিয়ে কে আর রবে,
ঘুম পাড়ানি মাসি পিসি সবাই জেগে যাবে।

সবাই মিলে পরবো ঝেঁপে সকল ভালো কাজে,
নেই হীনতা  দৈন্যদশা মোদের মনের মাঝে।

আলোকিত গড়বো জীবন বিশ্ব করবো জয়,
আমরা তরুন নবীন অরুণ জয় হবে নিশ্চয়।

অন্যায় আর অবিচারের ভাংবো মোরা হাত,
মোদের দেখে অবিচারী হবে কুপোকাত।

আমরা তরুণ রাঙা অরুণ নেই মনে সংশয়,
শান্তিপূর্ণ গড়বো ধরা এই হলো প্রত্যয়।

নেই হাহুতাশ কমল বাতাস আমরা বলিয়ান,
আমরা তরুণ ভয় করিনা দিতে বলিদান।

আমরা তরুণ ফাঁসির মঞ্চে গায় বিজয়ের গান,
আমরা তরুণ হাসি মুখে জীবন করি দান।

আমরা তরুণ ফুলের মতন সুবাস ছড়ায় প্রাণ,
ভয় করিনা কোন কিছুই আমরা নওজোয়ান।

আমরা তরুণ শক্তি সাহস আছে অফুরান,
হাসি মুখে করতে পারি আমরা গরল পান।

ঢাকা
১০/০৭/১৯