স্বপ্ন ছোঁয়ার স্বপ্ন
মঈন তাজ
পৃথিবীর বুকে সবুজ স্বপ্ন
প্রজাপতির ডানায় উড়ে।
লাল নীল বেগুনী স্বপ্ন
জীবনের চারপাশে ঘুরে।
কাছে এসে চলে যায়
দেয় না সে ধরা।
দিন শেষে কিছু নেই
হতাশা ছাড়া।
তবুও স্বপ্ন কেন
ছাড়ে না পিছু।
স্বপ্নের পথ বেয়ে
হাটি উঁচুনিচু।
কোথাও বন্ধুর কোথাও বা সমতল।
তবু স্বপ্ন ছোঁয়ার স্বপ্ন
রয়ে গেল চিরকাল।
ঢাকা
১৩/০৫/১৮