কুফাবাসীর দাওয়াত পেয়ে
ইমাম হোসেন ঐ আসে।
শোকের ছায়া নেমে এলো
মুহাররমের এই মাসে।

এজিদের ঐ সৈন্য আসে
ইমামের ঐ পথ রোধে।
ফুরাত নদীর কূলে এসে
ইমাম হোসেন যায় বেধে।

অবরুদ্ধ ইমাম হোসেন
নেয় না মেনে অন্যায়ের।
পানির তৃষায় বুক ফেটে যায়
পায় না পানি ফুরাতের।

মরুর বুকে শোকের ছায়া
ফুরাত হলো রক্তে লাল।
আত্ম ত্যাগের এই ইতিহাস
থাকবে বেঁচে চিরকাল।

আলীর দুলাল শহীদ হলো
কারবালার ঐ প্রান্তরে।
করুণ ত্যাগের এই ইতিহাস
রক্ত ঝরায় অন্তরে।

যশোর
১০/০৯/১৯