ভন্ডরা সব মুণ্ড খেলো নষ্ট হলো জাতি,
নৈতিকতার সাওয়ার হলো নিকষ কালো রাতি।
অসৌজন্য অপমানের চলছে চড়ুইভাতি,
ভদ্রতা আজ তপ্তদাহে নেইকো মাথায় ছাতি।
শিক্ষা গুরুর অপমানে চলছে মাতামাতি,
কেনো সাহসে নেভাতে চাও বাতিওয়ালার বাতি!
শিক্ষা কি নাই পাঠশালাতে শিক্ষা কি নাই ঘরে,
শিক্ষাগুরুর মর্যাদা কি পালায় নিয়ে চোরে।
ন্যায়নীতি আর নৈতিকতা কে করেছে চুরি,
শিক্ষাগুরুর মর্যাদাতে মারছে কারা ছুরি।
পাঠশালা কি ভরে গেছে বিষাদ বিষম ফলে,
শিক্ষাগুরুর চোখ কেনো আজ ভরা বিষাদ জলে?
গুরুজনের অবহেলা কে দিলো এই দীক্ষা,
কোথায় পেলাম আমরা এসব অপমানের শিক্ষা।
এমন শিক্ষায় ভিক্ষা ছাড়া কি আর হবে গতি,
ভাবছি না কী অজ্ঞতাতে করছি নিজের ক্ষতি?
আজকে যারে হানছো ব্যথা করছো অমর্যাদা,
হয়তো কভু লাগতে পারে তোমার এমন কাঁদা।
হয়তো তোমায় বইতে হবে অপমানের বোঝা,
নয়তো কোনো অভিশাপে পেতেই পারো সাজা।
বেয়াদবি আর জঘন্যতা আজকে যাদের হাতে,
লাভ হবেনা দেশ ও জাতির ক্ষতিই হবে তাতে।

১২ ভাদ্র ১৪৩১,মঙ্গল
২৭ আগস্ট ২০২৪
বোয়ার, মধ্য আফ্রিকা