ঘুমাও কেনো সোনামনি সকাল হলো দেখো
তাড়াতাড়ি মক্তবে যাও দোয়া কালাম শেখো।
নামাজ পড়ো জীবন গড়ো কুরআন হাদিস মত
সত্য নিষ্ঠ আলোর পথে থেকো সদাই রত।

সূর্য মামা যেমন করে জগৎ করে আলো
তুমি তেমন দূর করিবে সবার মনের কালো
মানব মনের ভালোবাসা অনেক বেশি দামী
মাটির প্রেমে সিক্ত হয়ে হবে তুমি নামী।

এমন জীবন করবে গঠন ভরবে ভুবন ঘ্রাণে
সিক্ত হবে জীবন তোমার মানব প্রেমের গানে।
অনেক বড় হবে তুমি স্বপ্ন বুকে ধরে
সাত রাঙা ঐ রংধনু টি আঁকো মনের ঘরে।

আলসেমি আর নয়কো সোনা তাড়াতাড়ি উঠো
বই খাতা সব নিয়ে তুমি পাঠশালাতে ছুটো।
পড়ার সময় লেখা পড়া খেলার সময় খেলা
সময় মতো করবে সবি করবে নাতো হেলা।

অন্ধকারে তুমি হবে পূর্ণ আলোর শশী
জ্ঞানে গুনে তুমি হবে দীপ্ত আলোর ঋষি।
সত্য ন্যায়ের পথ দেখাবে তোমার হাতের মসি
শান্তি সুখের বাণী শুনে হার মানিবে অসি।

যশোর
১৮/১২/১৯