ভাবছো তুমি আমরা গোলাম তোমার কাছে নত,
ইচ্ছে মত যখন তখন করবে আমায় ক্ষত।
ইচ্ছে হলেই যখন তখন ধরবে গলা চেপে,
ভাবছো তুমি মৃত্যু ভয়ে উঠবো কেঁপে কেঁপে।
দাস বানিয়ে যায়না রাখা বাংলা মায়ের ছেলে,
বুক চিতিয়ে দাঁড়ায় তাঁরা শত্রু আঘাত এলে।
রক্ত সাগর পাড়ি দিতে নাইকো দিধা মোটে,
বারুদ বোমা গোলার মত উল্কা হয়ে ছুটে।
আঘাত এলে করবে আঘাত সন্দেহ নাই তাতে,
ছুটবে সবাই উঠবে জেগে বজ্র মুষ্টি হাতে।

স্বার্থ নিয়ে খেলা তোমার সবাই গেছে বুঝে,
হা-হুতাশে মরছো এখন স্বার্থ খুঁজে খুঁজে?
বন্ধু নামের শত্রু তুমি ঘৃণ্য ঘাতক বটে,
কলুষ ভরা মুখোশ পরা মূর্তি ফুটে উঠে।
এদেশ তোমার নয়তো অধীন আমরা স্বাধীন জাতি,
হতে পারি বন্ধু সুজন হতেই পারি জ্ঞাতি,
তাই বলে নয় আমার প্রতি কভু খবরদারি,
তাই যদি হয় অগ্নি হয়ে আমরা জ্বলতে পারি।
বাংলাদেশের স্বাধীনতা থাকবে সমুন্নত,
জীবন দিয়ে রাখবো সে মান রক্ত লাগুক যত।

০৬ ডিসেম্বর ২৪
বাঙ্গী, মধ্য আফ্রিকা