সদাচার কদাকার বিকৃত রুচিবোধ
কমে গেছে ভালোবাসা বেড়ে গেছে প্রতিশোধ।
সম্মান নেই আজ শ্রদ্ধার অবরোধ
মনে হয় সকলেই হয়ে গেছে নির্বোধ।

ছোটদের ভালোবাসা বড়দের সম্মান
পথে ঘাটে দেখি আজ এ সবের অপমান।
প্রতিদিন বাড়ে দেখি নির্মম রুক্ষতা
দিনে দিনে কমে শুধু মানুষের মানবতা।

জাগ্রত বিবেকেরা চেয়ে চেয়ে দেখে সব
নির্মম মৃত্যুতে করি তবু উৎসব।
স্বার্থের মায়াজালে বিবেকের পরাজয়
মানবতা কেঁদে মরে রক্তের হয় ক্ষয়।

বিভৎস বিশ্বের হুংকার গর্জন
মানবতা পায়ে পিষে কতটুকু অর্জন?
মিলেমিশে থাকি সবে নেই কোন ভেদাভেদ
ভুলে যায় রেষারেষি নাহি রাখি কোন খেদ।

সাম্যের ছায়াতলে আসি সবে দলেদলে
এ পৃথিবী ভরে যাক ভালোবাসা ফুলে ফলে।
অন্যায় অপরাধ প্রতিশোধ যায় ভুলে
ক্ষুধার্ত মানুষের মুখে দেবো ভাত তুলে।

যশোর
০৭/১১/১৯